‘কাঁচা লবণ ও চায়ে চিনি পরিহার করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মে ২০২২, ২১:০৮ | প্রকাশিত : ২৩ মে ২০২২, ২১:০৫

‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হোন’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব হাইপারটেনশন দিবস-২০২২ পালিত হয়েছে।

সোমবার বেলা ৯টায় বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগ এ উপলক্ষে শোভাযাত্রা এবং দুপুর সাড়ে ১২টায় শহীদ ডা. মিল্টন হলে একটি সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, উচ্চ রক্তচাপ হলো একটি ঘাতক ব্যাধি, যা আস্তে আস্তে মানুষকে মৃত্যুর মুখে পতিত করে। হার্ট এটাক, স্ট্রোক বা কিডনি জটিলতাসহ নানা রোগের কারণ হলো উচ্চ রক্তচাপ।

উচ্চ রক্তচাপ রোধের বিষয়ে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, কাঁচা লবণ, চায়ে চিনি এবং খাবারে তেলের পরিমান কমাতে হবে। উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হলো তেল। তেল ছাড়া যেসব খাবার আছে সেসব খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে।

চিকিৎসকদের উদ্দেশে উপাচার্য বলেন, আপনাদের কাছে যেসব রোগী আসবে আগে তাদের শরীর চর্চা ও খাবারে কাঁচা লবণ পরিহারের বিষয়ে জোর দেবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন), অধ্যাপক ডা. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, অধ্যাপক ডা. চৌধুরী মেসকাত আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩মে/ওএফ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :