সহকর্মীকে যৌন হয়রানির দায়ে বরখাস্ত শিল্পকলার যন্ত্রশিল্পী

প্রকাশ | ২৪ মে ২০২২, ০৮:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সহকর্মীকে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হলেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের যন্ত্রশিল্পী তুষার কান্তি সরকার  (গ্রেড-৩)। 

সোমবার একাডেমির সচিব আছাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। 

আদেশে বলা হয়, ১৯ মে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ওয়াশরুমে প্রবেশ করেন তুষার কান্তি সরকার। এ সময় তিনি পাশের দেওয়াল টপকে আরেকটি ওয়াশরুমে এক নারী সহকর্মীর দিকে তাকিয়ে থাকেন। ওই সহকর্মী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ তুষার কান্তি সরকারকে সাময়িক বহিস্কার করে।

যন্ত্রশিল্পী তুষারের এমন কর্মকাণ্ডকে ‘অত্যন্ত গর্হিত এবং আপত্তিকর আচরণ’ উল্লেখ করে আদেশে আরও বলা হয়, ‘এটি নৈতিক স্খলনেরও একটি চরম দৃষ্টান্ত, যা নারী নির্যাতনের পর্যায়ভুক্ত। একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি এ ধরনের অশ্লীল কাজ করতে পারেন না। এটি জঘন্য অপরাধ।’

(ঢাকাটাইমস/২৪মে/এফএ)