সাতক্ষীরায় পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ | ২৪ মে ২০২২, ১৩:৫৮ | আপডেট: ২৪ মে ২০২২, ১৪:০১

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরার তালায় পুকুরে ডুবে রিয়াদ মোড়ল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ মোড়ল প্রসাদপুর গ্রামের রোকন মোড়লের ছেলে। সে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, সকালে রিয়াদ মোড়ল পুকুরে গোসল করার সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২৪মে/এসএ)