দিনের ভোট দিনেই হবে: সিইসি

প্রকাশ | ২৪ মে ২০২২, ১৫:৪৪ | আপডেট: ২৪ মে ২০২২, ১৫:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দিনের ভোট দিনেই হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে গণমাধ্যমকে একথা জানান তিনি।

হাবিবুল আউয়াল বলেন, আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। এছাড়া ইভিএমের ত্রুটি শনাক্ত করতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হবে, এমন কোনো কথাও বলা হয়নি। যারা ইভিএম নিয়ে কাজ করেন, তারা হয়তো পণ্যটির প্রশংসা করতে গিয়ে আবেগবশত কথাটা বলে ফেলেছেন।

সিইসি বলেন, ভোট নিয়ম অনুযায়ী দিনের বেলাতেই হবে। রাতে কোনো ভোট হবে না। মাদারীপুরের ইসি আনিস স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে।

নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে নেই বলে জানান হাবিবুল আওয়াল। তিনি বলেন, আমরা পাঁচটা মিটিং করেছি, প্রয়োজনে আরও মিটিং হবে। সেখানে বিষয়গুলো পর্যালোচনা করবো। আমরা ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই।

এসময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪মে/ওএফ/কেএম)