আইপিএলে সালমা-শারমিনের অভিষেক

প্রকাশ | ২৪ মে ২০২২, ১৭:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতে অনুষ্ঠিত উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সুপারনোভাসের বিপক্ষে ট্রেইলব্লেজার্সের জার্সি গায়ে মাঠে নামেন বাংলাদেশের নারী ক্রিকেটার সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তার। আর তাতেই মেয়েদের আইপিএল খ্যাত এই টুর্নামেন্টে অভিষেক হলো তাদের।

তবে নিজেদের অভিষেক ম্যাচটা স্মরণীয় করতে পারলেন না কেউই। অবশ্য বল হাতে বলার মতো পারফরম্যান্স ছিল টাইগ্রেস অলরাউন্ডার সালমার। ট্রেইলব্লেজার্সের হয়ে আসরের উদ্বোধনী ম্যাচে ৪ ওভারে ৩০ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন তিনি। তবে ব্যাট হাতে সাত বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এদিকে শারমিন আক্তার সুপ্তাও ৪ বল খেলে নিজের নামের পাশে কোনো রান যোগ করতে পারেননি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সুপারনোভাসের অধিনায়ক হার্মানপ্রিত কৌর। দলের দুই ওপেনার প্রিয়া পুনিয়া ও দেবেন্দ্রা দোতিনের ব্যাটে শুরুটা ভালোই হয় সুপারনোভাসের। ৩২ রানে দোতিন ও ২২ রানে পুনিয়া আউট হন।

এরপর দলনেতা হার্মানপ্রিতের ৩৭ এবং হার্লেন দেউলের ৩৫ রানের ইনিংসের সুবাদে ১৬৩ রানের পুঁজি পায় সুপারনোভাস।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ট্রেইলব্লেজার্সের শুরুটা ভালোই ছিল। ৩৪ রানে স্মৃতি মান্ধানা, ১৮ রানে হেইলি ম্যাথিউস এবং ২৪ রানে জেমিমা রদ্রিগেস আউট হন। এরপর দলের হয়ে আর কেউই হাল ধরতে পারেননি। শেষ আট ব্যাটারের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র একজন ব্যাটার। ফলে সালমা-সুপ্তাদের দল হারে ৪৯ রানের বড় ব্যবধানে।

(ঢাকাটাইমস/২৪মে/এমএম)