কোয়াড দেশগুলো ইউক্রেনের বিষয়ে তাদের অবস্থান বুঝতে পেরেছে: ভারত

প্রকাশ | ২৪ মে ২০২২, ১৯:৩৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
কোয়াড বৈঠকে চার দেশের প্রধানরা

কোয়াড গ্রুপের অন্যান্য সদস্যদের নেতারা টোকিওতে বৈঠকে রাশিয়া সম্পর্কে তাদের অবস্থান বুঝতে পেরেছিলেন। সম্প্রতি জাপানে কোয়াডের বৈঠকের পর এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিনয় মোহন কোয়াত্রা। খবর আল-জাজিরার।

বিনয় মোহন কোয়াত্রা জাপানের রাজধানীতে সাংবাদিকদের বলেন, ইউক্রেনের ব্যাপারে ভারত যে অবস্থান নিয়েছে তার একটি সাধারণ এবং ভাল প্রশংসা ছিল।

তিনি আরো বলেন, ভারত অবিলম্বে বৈরিতার অবসান চায় এবং সংকট সমাধানে কূটনীতি ও আলোচনা চায়। ভারত কোয়াডের একমাত্র সদস্য যে ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়ার সমালোচনা করেনি। কোয়াডের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়াও রয়েছে।

(ঢাকাটাইমস/২৪মে/এসএটি)