টেক্সাসে স্কুলে ঢুকে বন্দুকবাজের গুলি, ১৮ শিশুসহ নিহত ২১

প্রকাশ | ২৫ মে ২০২২, ০৮:২২ | আপডেট: ২৫ মে ২০২২, ১২:৪৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারী। স্থানীয় ওই হামলাকারীর গুলিতে ১৮ শিশু শিক্ষার্থী ও এক শিক্ষকসহ ২১ জন নিহত হয়েছেন। 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

গভর্নর জানিয়েছেন, বন্দুকধারী সালভাদর রামোস ওই এলাকারই বাসিন্দা। তার বয়স ১৮। শুটিংয়ের সময় একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল ব্যবহার করেছিলেন রামোস। যদিও এটি নিশ্চিত নয়।

বন্দুকধারী রামোস ঘটনাস্থলেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন তিনি। এছাড়াও, গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

বন্দুকধারীর গুলিতে আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ৬৬ বছর বয়সী একজন নারী এবং ১০ বছর বয়সী এক শিশু আশঙ্কাজনক অবস্থায় আন্তোনিওর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। 

ঢাকাটাইমস/২৫মে/এফএ)