ছাত্রীদের ওপর হামলা প্রসঙ্গে রিজভী

গুণ্ডাদেরও একটা নৈতিকতা থাকে

প্রকাশ | ২৫ মে ২০২২, ১৩:০৯ | আপডেট: ২৫ মে ২০২২, ১৩:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গুণ্ডাদেরও একটা নৈতিকতা থাকে। গতকাল ঢাকা বিশ্বদ্যিালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে ছাত্রীদের ওপর হামলা করেছে তা কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘ছাত্রলীগের আগে ছাত্র আছে। ছাত্র মানে মানবিকতা। গতকাল আমি হাসপাতালে গেছি, মানসুরা- সে হাসপাতালে কাতরাচ্ছে, তৃণা হাসপাতালে কাতরাচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাদেরকে আইসিইউতে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যেভাবে তাদের ওপর আঘাত করা হয়েছে সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাপুরুষ ছাড়া এভাবে মেয়েদের ওপর আঘাত করতে পারে না।’

রিজভী বলেন, ‘ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে আঘাত করা হয়েছে। রাশেদ, আফসানকে আঘাত করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। প্রধানমন্ত্রী আপনি ছাত্রলীগকে দখলবাজ বানিয়েছেন, চাঁদাবাজ বানিয়েছেন, আর কাপুরুষ বানিয়েছেন। আপনি সাবেক প্রধানমন্ত্রী, বার বার গণতন্ত্র উদ্ধারকারী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে নোংরা কথা বলেছেন, হত্যার হুমকি দিয়েছেন। এসব কথা শুধু আপনার মুখেই মানায়।’

মহিলা দলের সহসভাপতি ইয়াসমিন আরা হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় মানবন্ধনে আরও বক্তব্য দেন মহিলা দল নেত্রী পিয়ারা মোস্তফা, চৌধুরী নায়াব ইউসুফ, শিরিন আকতার, অর্পণা রায় দাস, আনোয়ারা বেগম, অ্যাডভোকেট রুনা লায়লা ও নাসিমা আক্তার কেয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫মে/এমআই/এফএ)