ঘুষ নিচ্ছিলেন কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক, ধরল দুদক

প্রকাশ | ২৫ মে ২০২২, ১৬:৫৫ | আপডেট: ২৫ মে ২০২২, ১৭:৫৮

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস

ঈশান এগ্রো অ্যান্ড ফুডের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ মে) সকালে দুদকের দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোয়াজ্জেম হোসেনের তত্ত্বাবধানে এবং উপপরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বাধীন সাত সদস্যের দুদক টিম তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করতে ‘ফাঁদ কার্যক্রম’ পরিচালনা করে দুদক টিম। 

মামলার ভয় দেখিয়ে ও লাইসেন্স নবায়নের কথা বলে ঘুষ নেওয়ার সময় মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে দুদক। ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আরিফ সাদেক।

(ঢাকাটাইমস/২৫মে/এসআর/কেএম)