আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হলেন গেব্রিয়াসুস

প্রকাশ | ২৫ মে ২০২২, ১৯:৪৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব হিসেবে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেন তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। মঙ্গলবার তিনি জোরালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গেব্রিয়াসুস একমাত্র প্রার্থী ছিলেন। তবুও নিয়ম রক্ষার্থে বার্ষিক বৈঠকে গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফল ঘোষণা করেন দি জিবুতির আহমেদ রবলেহ আবদিলেহ।

পুনর্নির্বাচিত হওয়ার পর ভাষণ দেন গেব্রিয়াসুস। তিনি বলেন, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে এবং সংস্থার উন্নয়নের ওপর জোর দেবে ডব্লিউএইচও।

ভাষণে তিনি অরো বলেন, এই মহামারি খুবই নজিরবিহীন। আমাদের অনেক কিছু শিখিয়েছে, আমরা শিখছি।

ইউক্রেন পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। এ সময় তাকে কান্না করতে দেখা যায়।

(ঢাকাটাইমস/২৫মে/এসএটি)