বাজার এখন লিচুর, অপেক্ষায় আম, দাম নেই তরমুজের

ওমর ফারুক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মে ২০২২, ১১:৪৬ | প্রকাশিত : ২৬ মে ২০২২, ০৯:০২

বাজারে এখন মৌসুমি ফলের সমাহার। আম-কাঁঠাল-লিচুর সুবাসে ভরে আছে বাতাস। তবে এখনও আমের সরবরাহ পুরোদমে শুরু হয়নি। এখন লিচুর পূর্ণসময়। বাজারেও লিচুর আধিক্যই দেখা যায়। আর ক্রেতারা এখন লিচুর দিকেই ছুটেছেন বেশি। অপরদিকে রমজানকে পুঁজি করে ব্যাপক মুনাফা করা তরমুজের চাহিদা নেই বললেই চলে। এখন আকার ভেদে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা।

বুধবার সরজমিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়, থরেথরে সাজানো রয়েছে লিচু এবং আম। বিক্রেতারা ব্যস্ত হাঁকডাকে। লিচুর দিকেই বেশি যাচ্ছেন ক্রেতারা। বোম্বাই, চায়না-৩, ঈশ্বরদীর লিচু বেশি বিক্রি হচ্ছে।

ফল ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন বলেন, ‘এখন লিচুটাই বেশি চলতেছে, বাজারে জোগানও ভালো আছে। গরমে রসালো ফলটা সবাই খেতে চায়।’

লিচু ক্রেতা আরিফ হোসেন বলেন, ‘পরিবারের জন্য ১০০ পিস নিলাম। বাচ্চারা খেতে চায়, আমরাও খাই। আর বাজারে আম এখনো ভালোভাবে আসেনি। তাই আম কিনছি না।’

আমের চাহিদা কম থাকার কারণ হিসেবে কারওয়ান বাজারের ফল ব্যবসায়ী মো. মিল্টন বলেন, ‘মূলত আমের সিজন সবেমাত্র শুরু হয়েছে। বাজারে সাতক্ষীরার হিমসাগর এবং গুটি আম এসেছে। সামনের মাসেই আরও বড় আকারে বিভিন্ন জাতের আম আসবে। তাই ক্রেতারা ভালো আমের জন্য অপেক্ষা করছেন।

বাজারে হিমসাগর আম বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। আর গুটি আম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৭০ টাকায়।’

এদিকে চাহিদা কমে গেছে তরমুজের। এক মাস আগেও যে তরমুজ বিক্রি হতো ৩০০ থেকে ৪০০ টাকায়, সে তরমুজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়।

কারওয়ান বাজারের এক কোণে তরমুজ বিক্রি করছিলেন মো. সাদেক। পিস ১০০ করে চাইলেও ক্রেতারা ৫০-৬০ এর বেশি বলছেন না।

মো. সাদেক ঢাকা টাইমসকে বলেন, ‘আসলে এখন তরমুজের সিজন প্রায় শেষ। ক্রেতাদের চাহিদা কমে গেছে বলে দাম কমে গেছে। কিন্ত এই দামেও অনেকে নিতে চাইছেন না। তরমুজ পচনশীল ফল। ঠিক সময়ে তরমুজ বেচতে না পারলে পুরো লটটাই নষ্ট হয়ে যাবে।’

পাশেই তরমুজ দেখছিলেন এক ক্রেতা। ঢাকা টাইমসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আসলে রমজানের শুরুর দিকের প্রচণ্ড গরমে তরমুজের চাহিদাটা ছিল বেশি। আমাদের চাহিদা দেখে বিক্রেতারাও তখন কেজিপ্রতি উচ্চমূল্যে তরমুজ বিক্রি করেছিলেন। এখন তরমুজের চাহিদা শেষ হয়ে যাওয়ায় ক্রেতা পাচ্ছে না তারা।’

(ঢাকাটাইমস/২৫মে/ওএফ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :