চতুর্থ দিনের খেলায় বাংলাদেশের লক্ষ্য উইকেট, শ্রীলঙ্কার দ্রুত রান

প্রকাশ | ২৬ মে ২০২২, ১১:০৫ | আপডেট: ২৬ মে ২০২২, ১২:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মিরপুরে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের খেলা শুরু হয়েছে। তবে প্রথম ঘণ্টায় শ্রীলঙ্কার একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশি বোলাররা।

চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় ১৮ ওভারের খেলায় কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান তুলেছে সফরকারীরা।

অ্যাঞ্জেলা ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে যাচ্ছে। এরই মধ্যে ১১৫ বলে এ জুটি হাফ সেঞ্চুরি করেছে।

অন্যদিকে ১১৬ ওভারের খেলায় ম্যাথিউস ২০৯ বলে ৮৩ রান করেছে। সেঞ্চুরি থেকে মাত্র ১৭ রান দূরে রয়েছেন তিনি।  

তৃতীয় দিন শেষে খেলার সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৭ ওভারে ২৮২/৫ (করুনারত্নে ৮০, রাজিথা ০, ম্যাথিউস ৫৮*, ধনাঞ্জয়া ৫৮, চান্দিমাল ১০*; খালেদ ১৫-১-৬২-০, ইবাদত ২৬-৪-৭৮-২, সাকিব ২৬-৯-৫৯-৩, মোসাদ্দেক ২-০-১৪-০, তাইজুল ২৮-৬-৬৩-০)

(ঢাকাটাইমস/২৬মে/আরআর)