ম্যাথিউস-চান্দিমালের ব্যাটে শ্রীলঙ্কার লিড

মিরপুর টেস্টে ১ম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ রান। অন্যদিকে মাত্র ৫ উইকেট হারিয়ে ১২৮ ওভারে এ লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। এখন ম্যাথিউস-চান্দিমালের ব্যাটে বড় লিডের লক্ষ্যে ব্যাট করছে লঙ্কান ব্যাটসম্যানরা।
অ্যাঞ্জেলা ম্যাথিউস সেঞ্চুরি থেকে আর মাত্র ৭ রান দূরে রয়েছেন। আর দিনেশ চান্দিমাল ১১৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন। এটি তার ২২তম হাফ সেঞ্চুরির রেকর্ড।
দুই লঙ্কান ব্যাটসম্যান শতরানের জুটি গড়েছেন।
বর্তমানে শ্রীলঙ্কার রান রেট ২ দশমিক ৮১।
চতুর্থ দিনের খেলায় আরও ৬৬ ওভার বাকি আছে। শেষ ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান সংগ্রহ করেছে লঙ্কান ব্যাটসম্যানরা।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশি বোলার সাকিব আল হাসান ৩ উইকেট নিয়েছেন। আর এবাদত হোসাইন ২ উইকেট।
১ম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ রান।
(ঢাকাটাইমস/২৬মে/আরআর)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

উইকেটের খোঁজে দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দিন শেষে এগিয়ে থেকেও অস্বস্তিতে বাংলাদেশ

শরিফুল-ইবাদতের লড়াইয়ের পর ২৩৪ রানে থামল বাংলাদেশ

শরিফুল-ইবাদতে বাংলাদেশের দুইশ পার

ফিফটির পর ফিরলেন লিটন, বাংলাদেশের ১৯১

দ্বিতীয় সেশনটা ভালো কাটল না বাংলাদেশের

দেড়শ পেরোলো বাংলাদেশ

শান্তর পর সাকিবের বিদায়, পাঁচ উইকেট নেই বাংলাদেশের

আট বছর পর ব্যাটিংয়ে নেমে বিজয়ের সংগ্রহে ২৩
