রাজধানীতে গাড়ির ধাক্কায় তরুণী নিহত

প্রকাশ | ২৬ মে ২০২২, ১২:১৭ | আপডেট: ২৬ মে ২০২২, ১২:৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

রাজধানীতে গাড়ির ধাক্কায় এক তরুণী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোরে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নার্গিস আক্তার (১৮) খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় থাকতেন।

গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর তরুণীকে হাসপাতালে নিয়ে আসা পথশিশু ইব্রাহিম বলেন, ‘খিলগাঁও তালতলা মার্কেটের সামনে রাস্তায় পড়ে থাকতে দেখে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং নিহত তরুণীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৬মে/এমআই/এফএ)