চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৬১ জনের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মে ২০২২, ১৬:১৩ | প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৫:৫২

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট এবং নাচোল পৌর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৬১ জন তৃণমূল নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় এই পদত্যাগের ঘোষণা দেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক জানান, তৃণমূলের নেতাকর্মীদের না জানিয়ে এবং ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অবৈধভাবে এসব কমিটি গঠন করা হয়। নিয়মবহির্ভূত এবং অগণতান্ত্রিকভাবে এসব কমিটি গঠন করায় দলের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দলের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। এ সময় দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের যোগসাজশে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে অযোগ্য, দলছুট, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী ও নীতিহীনদের দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তৃণমূল নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে ভুয়া কমিটি বাতিলের দাবিও জানান নেতাকর্মীরা। এ অবস্থায় তৃণমূলের মতামতের ভিত্তিতে ত্যাগী ও পরীক্ষিতদের দিয়ে কমিটি গঠনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় সংবাদ সম্মেলনে সদর, ভোলাহাট এবং নাচোল উপজেলা ও পৌর বিএনপির পদত্যাগকৃত ৬১ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :