কুষ্টিয়ায় ২০ দিনে ১০ খুন, কারণ কী...

প্রকাশ | ২৬ মে ২০২২, ১৫:৫৫ | আপডেট: ২৬ মে ২০২২, ১৬:৩০

সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া
ফাইল ছবি

আতংকিত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া। ২০ দিনে খুন হয়েছে ১০ জন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বেশিরভাগ মানুষকে খুন করা হয়েছে। এক সময়ের চরমপন্থিদের অভয়ারণ্য খ্যাত কুষ্টিয়া জেলায় আবারও বেড়েছে খুন-খারাবির ঘটনা। ২ মে ঈদের আগের দিন কুষ্টিয়া সদরের ঝাউদিয়া-আস্তানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষে সংঘর্ষে কুপিয়ে খুন করা হয় ৪ জনকে। এর ১৮ দিন পর ২১ মে ঝাউদিয়া-কালিতলায় পারিবারিক বিরোধে কুপিয়ে হত্যা করা হয় একজনকে। ১৮ মে সদর উপজেলার দহকুলাতে খুন হয়েছে এক স্কুলছাত্র। আর ২০ মে শহরের চর মিলপাড়ায় পারিবারিক কলহে খুন হয়েছে আরো একজন। আলোচিত খুনের ঘটনা ঘটে ১১ মে কুষ্টিয়ার দৌলতপুরে। কুপিয়ে হত্যা করা হয় জাসদ যুবজোট নেতা মাহবুব খান সালামকে। ২ মে থেকে ২১ মে ২০ দিনে খুন হয়েছে মোট ১০ জন। 

একের পর এক খুনের ঘটনা সামাজিক ও পারিবারিক দ্বন্দ্বকেই প্রধান কারণ বলে মনে করছেন সমাজবিজ্ঞানী,  রাজনীতিবিদ ও সচেতন নাগরিকরা। তারা বলছেন, আবার খারাপ হয়ে পড়ছে কুষ্টিয়ার পরিবেশ। সমাজবিজ্ঞানীরা জানান মানুষের মূল্যবোধ নষ্ট হয়ে যাওয়া ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা।

পুলিশ বলছে- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটছে খুনের ঘটনা। সকল পর্যায়ে বিট পুলিশের মাধ্যমে তৎপরতা বাড়ানোর কথা বলছেন তারা

(ঢাকাটাইমস/২৬মে/এআর)