বড় লাফে বাড়ার পাঁচ দিনের মাথায় ২৯১৬ টাকা কমল সোনার দাম

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মে ২০২২, ২০:০৭ | প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৯:৪৬

দেশের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি বাড়ানোর পাঁচদিনের মাথায় কমল স্বর্ণের দাম। নতুন দর অনুযায়ী ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরিতে ২ হাজার ৯১৬ টাকা কমেছে। শুক্রবার (২৭ মে) থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি—বাজুস।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নতুন দরের বিষয়ে জানায় দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ হাজার ৯১৬ টাকা কমানোর ফলে শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৭৯ হাজার ৫৪৮ টাকায়, যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি দাম ৭৫ হাজার ৯৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৪ হাজার ২৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনামুল হক ভূঁইয়া লিটন জানান, আন্তর্জাতিক বাজারে স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম কমার কারণে বাংলাদেশের বাজারেও কমানো হয়েছে।

এর আগে গত ২১ মে সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৬ টাকা বাড়ায় বাজুস, যা ছিল দেশের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি। তার চার দিন আগে ১৮ মে ভরিতে ১৭৫০ বাড়িয়েছিল বাজুস।

(ঢাকাটাইমস/২৬মে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :