একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটির সেক্রেটারি রুবী হক আর নেই

লন্ডন প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২২, ২০:৩৭

একাত্তরের ঘাতক –দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সেক্রেটারি ও বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য মহিলা শাখার সভাপতি (বিএইচ-আর-সি), যুক্তরাজ্য নারী জোটের সভাপতি নারী নেত্রী রুবী হক মারা গেছেন। বুধবার লন্ডন সময় বিকাল সাড়ে ৫টায় চেমসফুডের একটি কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি কয়েক মাস যাবত ব্রেন টিউমারে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী , দুইকন্যা ও একপুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। অনেকেই ছুটে যান তার বাসভবনে। দুই দশকেরও বেশি সময় ধরে ব্রিটেনের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সকলের প্রিয় রুবী হক একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আজীবন অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী রুবী হক উগ্রবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তার মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশন, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি , হিউম্যান রাইট কমিশন, যুক্তরাজ্য নারীজোটসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। রুবী হকের নামাজে জানাজা শুক্রবার ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তার পারিবারিক সূত্র জানিয়েছে তাকে এসেস্কের হাইনাল্ট গার্ডেন অব পিসে সমাহিত করা হবে।

(ঢাকাটাইমস/২৬মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :