অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে প্রবাসীদের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২২, ২৩:২৭

পবিত্র হজকে সামনে রেখে অনুমতি ছাড়া প্রবাসীদের জন্য মক্কায় প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ। এ নির্দেশনা মেনে বৃহস্পতিবার থেকে প্রবাসীদের মক্কায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এ বছর পবিত্র হজ আয়োজন বিষয়ক নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পাবলিক সিকিউরিটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামি আল-শুয়াইরেখ। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।

শুয়াইরেখ বলেছেন, এসব নির্দেশনা অনুযায়ী যেসব প্রবাসী মক্কায় প্রবেশের অনুমতি নিয়েছেন, শুধু তারাই বৃহস্পতিবার থেকে মক্কায় প্রবেশ করতে পারবেন। মক্কার এন্ট্রি পয়েন্টগুলোতে নিরাপত্তা নিয়ন্ত্রণ সেন্টারগুলো থেকে এই অনুমোদন নেয়া যাবে। যানবাহন ও অধিবাসীÑ যাদের কাছে অনুমোদন ও প্রয়োজনীয় ডকুমেন্ট নেই, তাদেরকে মক্কায় প্রবেশ করতে দেয়া হবে না।

ঢাকাটাইমস/২৬মে/ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :