প্রেমে প্রতারণার বিরুদ্ধে আইনের দাবি, কিন্তু কারা কেন চাইছেন?

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মে ২০২২, ০৯:৫৬ | প্রকাশিত : ২৭ মে ২০২২, ০৮:১৭

প্রেমে প্রতারণার বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন একদল বিশ্ববিদ্যারয় শিক্ষার্থী।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় সমাবেশ করেন ওই শিক্ষার্থীরা।

একই দাবিতে রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মসূচি পালনকারী শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। বেশির ভাগ ক্ষেত্রেই এর পেছনে প্রেমে প্রতারণা প্রধান কারণ হিসেবে সামনে আসছে। এ ছাড়া সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন শিক্ষার্থীরা।’

‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আন্তরিক’ এ কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, ‘ বর্তমান সময়ে মহামারির মতো প্রেমে প্রতারণার বিষয়টি সামনে আসছে। এ ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ব্যাপারে এমন অভিযোগ উঠলে বিষয়টি অবশ্যই প্রশাসনের খতিয়ে দেখা উচিত। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে।’

সমাবেশে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. হাবিবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোত্তালেব হোসেন, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এম এ বাকি বিল্লাহ প্রমুখ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে শিক্ষকরা কাজ করছেন। এ ব্যাপারে উপাচার্যও যথেষ্ট আন্তরিক। তবে তারা আসলে কী ধরনের সহযোগিতা চায়, তা স্মারকলিপি পাওয়ার পর বলতে পারব।’

(ঢাকাটাইমস/২৭মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ

সনদ বাণিজ্য: ওএসডি হচ্ছেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

এই বিভাগের সব খবর

শিরোনাম :