১৬৯ রানে অলআউট বাংলাদেশ, সহজ লক্ষ্য পেল লঙ্কানরা

প্রকাশ | ২৭ মে ২০২২, ১৩:৪৫ | আপডেট: ২৭ মে ২০২২, ১৩:৫৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে থেমেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে জয়ের জন্য ২৯ রানের মামুলি টার্গেট পেল সফররত শ্রীলঙ্কা।

শুক্রবারে ৪ উইকেটে ৩৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলায় শুরু করার বাংলাদেশ দল শুরুতেই মুশফিকের উইকেট হারায়। দলীয় ৫৩ রানে কাসুন রাজিথার করা বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে ২৩ রান করতে পেরেছিলেন মুশফিক।

এ সময় মনে হচ্ছিলো ইনিংস ব্যবধানেই হারবে টাইগাররা। কিন্তু লিটন দাসের সঙ্গে ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে লিটনের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েন সাকিব। আর এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। কিন্তু দুজনের কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি।

লিটনের কিছুক্ষণ পরেই প্যাভিলিয়নের পথ ধরেন আরেক হাফ-সেঞ্চুরিয়ান সাকিব। আশিথা ফার্নান্দোর করা বলে নিরোশান দিকভেলার হাতে ক্যাচ তুলে দেন তিনি। আর আউট হওয়ার আগে করেন ৫৮ রান। ৭২ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চারে সাজানো।

এরপর আর কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ২২ বল খেলে একটি চারের মারে মাত্র ৯ রান তুলে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। তাইজুল ইসলাম এলবিডব্লিউর ফাঁদে পরেন ১ রানে। আর আউট হওয়ার পূর্বে কোনো রানই তুলতে পারেননি ইবাদত হোসেন। এদিকে শূন্যরানে অপরাজিত থাকেন খালেদ হোসেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন পেসার আশিথা ফার্নান্দো। এছাড়া কাসুন রাজিথা দুটি এবং রমেশ মেন্ডিস একটি করে উইকেট নিয়েছেন।

(ঢাকাটাইমস/২৭মে/এমএম)