ইউক্রেনের সেভেরোদোনেতস্ক শহরে দেড় হাজার মানুষ নিহতের দাবি মেয়রের

প্রকাশ | ২৭ মে ২০২২, ১৪:২৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রুশ সেনাদের হামলায় ইউক্রেনের সেভেরোদোনেতস্ক শহরে কমপক্ষে দেড় হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন শহরের মেয়র ওলেক্সান্ডার স্ত্রিউক। এ ছাড়া, দুই দেশের সেনাদের লড়াইয়ে ৬০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইউক্রেনের দনবাসের লুহানস্ক অঞ্চলের শুধু সেভেরোদোনেৎস্ক অংশই দেশটির সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, বাকি ভূখণ্ড থেকে শহরটি বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে রুশ বাহিনী।

সেভেরোদোনেতস্ক শহরের মেয়র বলেন, শহরে এখনো ১২ থেকে ১৩ হাজার বাসিন্দা রয়েছেন। গতকাল বৃহস্পতিবার মাত্র ১২ জনকে শহর থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, রাশিয়ার একটি গুপ্ত ও নাশকতাকারী গ্রুপ শহরের একটি হোটেলে প্রবেশ করলেও সেভেরোদোনেৎস্কের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইউক্রেন। পার্শ্ববর্তী শহর লিসিচানস্ক ও বাখমুতের মধ্যে প্রধান সড়কটি দক্ষিণ-পশ্চিমে খোলা রয়েছে, তবে চলাচল ঝুঁকিপূর্ণ।

দেশটির টেলিভিশনে সম্প্রসারিত এক ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশটির পূর্বাঞ্চলীয় দনবাসে ‘গণহত্যার একটি সুস্পষ্ট নীতি’ বাস্তবায়ন করে যাচ্ছে রাশিয়া। মস্কোর আগ্রাসনে পূর্বাঞ্চলীয় কিছু শহর পৃথিবীর বুক থেকে মুছে যাবে এবং অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তুলবে।

জেলেনস্কি অভিযোগ করে বলেন, ‘আমাদের জনগনকে বের করে দেওয়া এবং বেসামরিক নাগরিকদের গণহারে হত্যা- এ সবকিছুই রাশিয়ার নেওয়া গণহত্যার একটি সুস্পষ্ট নীতি।’

(ঢাকাটাইমস/২৭মে/আরআর)