সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীর প্রয়াণ

প্রকাশ | ২৭ মে ২০২২, ১৪:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী মারা গেছেন।

শুক্রবার দুপুর দেড়াটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে গৌতম চক্রবর্তী ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ আসনে দুইবার বিএনপি থেকে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৮ সালের সাধারণ নির্বাচনে টাঙ্গাইল-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়েছিলেন।

গৌতম টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে এলএলবি পর্যন্ত পড়াশোনা করেছিলেন।

(ঢাকাটাইমস/২৭মে/ইএস)