৩ জুন শিল্পকলাতে প্রদর্শিত হবে ‘ললাট’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২২, ১৫:৩৭

তিন মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ললাট’। যেখানে একজন নারীর বাস্তব ঘটনা তুলে ধরা হয়েছে। দীর্ঘ পরিকল্পনার পর চলতি বছরের ২৬ জানুয়ারি একঝাঁক তরুণ-তরুণীদের নিয়ে এই চলচ্চিত্রের শুটিং শেষ হয়।

‘ললাট’ পরিচালনা করেছেন পুলক রাজ। এর গল্প এবং চিত্রনাট্যও তিনি লিখেছেন। চলচ্চিত্রটি আগামী ৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ২০২২’-এ অংশগ্রহণ করবে। সেখানে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল তিনটা থেকে ৬৭টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে।

এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বেনজীর আহমেদ লিয়া, শেখ আনিসুর রহমান ও মো. লতিফ আহমেদ। চিত্রগ্রাহক ছিলেন ইমরুল হাসান। সম্পাদনা করেছেন এমআই মনির। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘টঙ্কার’।

অভিনেত্রী ও নৃত্যশিল্পী বেনজীর আহমেদ লিয়া ঢাকাটাইমসকে বলেন, ‘আমি একজন নৃত্যশিল্পী। মঞ্চ আমার প্রাণ। তবে ‘ললাট’-এ অভিনয় করে অনেক কিছু শিখেছি, জেনেছি। গল্পটা অসাধারণ। আশাকরি, আমার অভিনয় দর্শকদের কাছে একটু হলেও ভালো লাগবে। এরকম ভালো ভালো গল্পে আমি সবসময় অভিনয় করতে চাই।’

পরিচালক পুলক রাজ বলেন, ‘ললাট’ তৈরির আগে নির্ঘম রাত কাটিয়েছি। একটা চলচ্চিত্র বানাতে যা লাগে তার কিছুই আমার ছিল না। কাছের মানুষদের উৎসাহে বুকে সাহস নিয়ে শুটিংয়ে নামি। অনেক কষ্ট করে চলচ্চিত্রটি নির্মাণ করেছি। চলচ্চিত্রটি শিল্পকলা একাডেমিতে ‘৩ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ২০২২’-এ স্থান পাওয়ায় আমি গর্বিত এবং আনন্দিত।’

পুলক আরও বলেন, ‘যারা ‘ললাট’ তৈরিতে নিরলসভাবে কাজ করেছেন, তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আশাকরি চলচ্চিত্রটি যারা দেখবেন, সবার ভালো লাগবে। চলচ্চিত্রের মাধ্যমে আন্দোলন করে যেতে চাই। আগামীতে আরও কিছু নতুন কাজ করবো।’

(ঢাকাটাইমস/২৭ মে/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :