আত্রাইয়ে আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২২, ১৬:৩৫

নওগাঁয় আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য রুবেল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার সুজানগর থানার মমরাজপুর গ্রামের আ. রাজ্জাক শেখের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে উপজেলার সাহেবগঞ্জ বাজারের জহরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নগদ ৯০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার রিচার্জ কার্ড নিয়ে দোকানে এসে দোকানের এক পাশের সাটার খুলে টাকাসহ ব্যাগ দোকানের ভেতর রেখে অন্য পাশের সাঁটার খুলতে যান। এই সুযোগে আসামি কৌশলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।পরে ওই ব্যাবসায়ী থানায় মামলা করলে আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে।এক পর্যায়ে গোয়েন্দা সংস্থার তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যবহারে আশুলিয়ার জিরোরা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামি স্বীকার করে সে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন জেলায় এসব কার্যক্রম পরিচালনা। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :