চলনবিলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

প্রকাশ | ২৭ মে ২০২২, ১৬:৩৯

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চলনবিলের বিনগ্রাম মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে বিনগ্রাম উত্তরপাড়া যুবসংঘ। খেলায় চলনবিলের বিভিন্ন এলাকা থেকে আসা ১৩টি ঘোড়া অংশ গ্রহণ করে। এ সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে শিশু, কিশোরসহ সব বয়সী নারী-পুরুষ ভিড় জমায়। চারপাশে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলায় সংঘের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী নিউ ডিগ্রি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জার্জিস কাদির, স্থানীয় ইউপি সদস্য আবু দানেশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক হাসান হারুন, সহ-সভাপতি জাহিদুর রহমান সোহাগ, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম প্রমুখ। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২৭মে/এআর)