রাজধানীতে চাঁদাবাজি-ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২২, ১৬:৫০

রাজধানীর বিভিন্ন এলাকার সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবাহী গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে অপরাধী চক্র। এছাড়া বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দোকান থেকে ১০০ থেকে ৫০০ টাকা হারে চাঁদা আদায় করে। কোনো দোকান মালিক দিতে রাজি না হলে ভয়ভীতি দেখিয়ে তারা চাঁদা আদায় করে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর খিলগাঁও, শাহজাহানপুর, মুগদা, পল্টন ও বংশাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ এবং ছিনতাইকারী চক্রের ২৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শুক্রবার সকালে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে এসব তথ্য জানান।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাতের দোকানগুলোতে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায়সহ ছিনতাই করে আসছে। কেউ চাঁদা দিতে রাজী না হলে তাদেরকে দেশীয় অস্ত্রের মাধ্যমে জীবন নাশের হুমকি দেওয়া হয়। এতে দোকানদারদের স্বাভাবিক ব্যবসা পরিচালনা করা দুর্বিসহ হয়ে উঠেছে বলে অভিযোপ পায় র‌্যাব।

পরে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মোশারেফ হোসেন, মাসুদ রায়হান, রোকন, বিল্লাল হোসেন, আকতার হোসেন, হারুন, সাহেব আলী, জুয়েল, আরিফ চৌধুরী, আল আমিন, সুমন, রানা, ইমান আলী, ইকবাল, সুমন, আব্দুর রহমান, সাইফুল মিয়া, রিপন মিয়া, আামিরুল ইসলাম, নিত্যানন্দ অধিকারী, আনোয়ার হোসেন, সোহেল, শরিফ, মোবারক, আল আমিন ও সুরুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, চারটি ক্ষুর, আটটি সুইচ গিয়ার চাকু ও নগদ ৪৪ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধের বিষয়টি স্বীকার করেছে। তারা রাস্তায় ওঁৎ পেতে থাকে। সুযোগ বুঝে দেশীয় অস্ত্র প্রদর্শন করে পথচারী, রিকশা আরোহী ও সিএনজি যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে বলে জানায়।

গ্রেপ্তার ব্যক্তিদের নামে রাজধানীর পল্টন ও ওয়ারী থানায় পৃথক দুটি চাঁদাবাজি এবং ছিনতাই মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/এএইচ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :