পূর্ব তিমুরের উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প

প্রকাশ | ২৭ মে ২০২২, ১৭:২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পূর্ব তিমুরের উপকূলে শুক্রবার ৬.৪ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি এত শক্তিশালী ছিল যে এর প্রভাবে কেঁপে উঠেছে অস্ট্রেলিয়ার ডারউইন দ্বীপ। খবর দ্য গার্ডিয়ানের।

জিওসায়েন্স অস্ট্রেলিয়ার মতে স্থানীয় সময় সকাল ১১.৩৬ মিনিটে (ডারউইন সময় ১২.০৬ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে। ঘটনার পর দিলির রাজধানীর ভবন গুলো থেকে লোকজনদের ছুটতে দেখা যায়।

তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের আঘাতটি তীব্র ছিল জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি ১০ ​​কিলোমিটার গভীরে সংগঠিত হয়ে তিমুরের লোসপালোসের প্রায় ২৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে আঘাত হানে।

ভূমিকম্পের ফলে অস্ট্রেলিয়াতে সুনামির আশঙ্কা নেই জানিয়েছে আবহাওয়া ব্যুরো।

(ঢাকাটাইমস/২৭মে/এসএটি)