২৪ ঘণ্টায় শনাক্তের হার ০.৫৯, মৃত্যু নেই

প্রকাশ | ২৭ মে ২০২২, ১৬:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশে গত এক দিনে আরও ২৩ জনের দেহে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৫৯ শতাংশ।

এদিকে গত এক দিনে করোনায় কারও মৃত্যু হয়নি দেশে। উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ১৯৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ২৩ জন, যাতে শনাক্তের হার ০.৫৯ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৮৫ শতাংশ।

করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন। মৃত পুরুষের সংখ্যা ১৮ হাজার ৫৯৭ ও নারীর সংখ্যা ১০ হাজার ৫৩৩ জন।

এছাড়া এক থেকে ১০ বছর বয়সী মারা গেছে ৮৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী মারা গেছে ১৯৮ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৬৮৯ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ হাজার ৭১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ হাজার ৪২৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬ হাজার ৭৮৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৯ হাজার ৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ হাজার ১০৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ হাজার ৭০৭ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩৭১ জন ও শতবর্ষী ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২১ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ২ হাজার ১৬ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জনের।

(ঢাকাটাইমস/২৭মে/ইএস)