দিনে গড় লেনদেন কমল ১৯৮ কোটি টাকা

প্রকাশ | ২৭ মে ২০২২, ১৮:৪৩ | আপডেট: ২৭ মে ২০২২, ১৯:০৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

টানা পতনের ধারার মধ্যে দেশের শেয়ারবাজারে গত সপ্তাহটি কেটেছে মিশ্র প্রবণতায়। লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন দরপতন হয়েছে। সপ্তাহের শেষ দিনটিসহ দুই দিন ছিল ঊর্ধ্বমুখী ধারা। তবে আগের সপ্তাহের চেয়ে প্রতিদিন গড় লেনদেন কমেছে ২৪ দশমিক ৪৯ শতাংশ বা ১৯৮ কোটি টাকা।

মিশ্র প্রবণতার মধ্যেই গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে দেড় হাজার কোটি টাকার ওপরে। আগের সপ্তাহে বাজার মূলধন কমেছিল ২১ হাজার কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ২ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৮৭০ কোটি টাকা কম। ওই সপ্তাহে বাজার মূলধন ছিল ৫ লাখ ৯ হাজার ৮৭২ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২০ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৩০৭ দশমিক ২২ পয়েন্ট বা ৪ দশমিক ৬৮ শতাংশ।

ডিএসই-৩০ সূচক কমেছে ৯ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৯০ দশমিক ২৪ পয়েন্ট বা ৩ দশমিক ৭৫ শতাংশ।

ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে কমেছে ৯ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৪৯ দশমিক ১৩ পয়েন্ট বা ৩ দশমিক ৪৩ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগের শেয়ার ও ইউনিট দাম কমেছে। এর মধ্যে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ে, ১৯৫টির কমে এবং ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত থাকে।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয় ৬১০ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের প্রতিদিনের গড় লেনদেনের চেয়ে ১৯৮ কোটি ৯ লাখ টাকা বা ২৪ দশমিক ৪৯ শতাংশ কম। ওই সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮০৮ কোটি ৯৩ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ২৩০ কোটি ৫১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৭ দশমিক ৫৫ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয় আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার, ১৩৪ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকার। তৃতীয় স্থানে থাকা জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ১১০ কোটি ৯২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনের শীর্ষদশ প্রতিষ্ঠানের অন্য সাতটি হলো- শাইনপুকুর সিরামিক, বাংলাদেশ শিপিং করপোরেশন, সাউথইস্ট ব্যাংক, ফরচুন শুজ, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও এসিআই ফরমুলেশন।

(ঢাকাটাইমস/২৭মে/মোআ)