‘বানের পানি আসলে হামার বিপদ হয়’

মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম
 | প্রকাশিত : ২৭ মে ২০২২, ১৯:১৪

বানের পানি আসলে হামার বিপদ হয়, স্কুল যাবার পায় না, হাটবাজার করবের পায় না' অল্প এহনা ঝড়ি হইলে পানি জমি থাকে- কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিউনের সুরাইয়া বেগম (৪৫), আমিনুল ইসলাম (৫২), মজনু মিয়া (৩৪)। জানা যায়, উপজেলার রমনা মডেল ইউনিউনের পাত্রখাতা এলাকার মাঠের পাড় ভোলার ছড়ায় ২০১৫ সালের বন্যায় ভেঙে যায় চলাচলের৩০মিটার একমাত্র রাস্তা টি।

পরে স্থানীয় লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যেমে দূর্ভোগ কমাতে একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়। পরে সেখানে স্থানীয় লোকজনের উদ্যোগে আরও একটি বাঁশের সাকো নির্মাণ কর হয়েছে। গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী আতিকা, মারুফা আক্তার বলেন, আমরা এই ভাঙা সাঁকো দিয়ে প্রতিদিন কলেজ যাতায়াত করি। এইদিক দিয়ে যাতায়াত করতে ভয় লাগে, নড়বড়ে সাঁকো টা অনেক ঝুকিপূর্ণ। এখন যদি সরকারের মাধ্যেমে এখানে একটা রাস্তাসহ ব্রিজ নির্মাণ করে দেয় তাহলে ভালোভাবে চলাচল করতে পারব। স্থানীয় সুফিয়া বেগম (৫০) বলেন, বানের পানি আইসলে ছাও পাওয়া নিয়ে খুব বিপদে পরতে হয়।কখন জানি পানিতে পরে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এবিষয়ে ইউপি মেম্বার মনসুর আলী বলেন, এখানে চলাচল করতে অনেক সমস্যা হয়। যদি এটা স্থানীয় প্রশাসন নজরে নিয়ে রাস্তা সহ একটি ব্রিজ করে দেন তাহলে এই দুর্ভোগ থেকে এখানকার মানুষ মুক্তি পাবে। আমি বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানাবো। এবিষয়ে উপজেলা নিবাহী কমকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৭মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :