ভারতে পি কে হালদারসহ ছয়জনের বিচার বিভাগীয় রিমান্ড

প্রকাশ | ২৭ মে ২০২২, ১৯:৪২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মাথায় নিয়ে ভারতে গ্রেপ্তার পি কে হালদারসহ ৬ জনকে ১১ দিনের বিচার বিভাগীয় রিমান্ডে দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত।

শুক্রবার দুপুরে এ আদেশ দেন বিচারপতি সৌভিক ঘোষ।

১৪ দিনের রিমান্ড শেষ হওয়ায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পি কে হালদারসহ ছয়জনকে আজ আদালতে তুলে রিমান্ডের আবেদন করে। পরে বিচারক সৌভিক ঘোষ তাদেরকে আগামী ৭ জুন পর্যন্ত তাদের বিচার বিভাগীয় রিমান্ডে নেয়ার আদেশ দেন।

সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি আত্মসাতে অভিযুক্ত পি কে হালদার ১৪ মে কলকাতায় গ্রেপ্তার হন। তিনিসহ ছয়জনকে ওই দিন গ্রেপ্তার করে ইডি। তাদের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকাসহ বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করা হয়। রিমান্ডে থাকাকালীন ইডি অনেক তথ্যই সংগ্রহ করতে পেরেছে বলে খবর পাওয়া গেছে।

ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, তদন্তের স্বার্থে এখনই কোনো প্রভাবশালীর নাম প্রকাশ করা হবে না। কলকাতাতেও প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসব বিপুল টাকার উৎস জানাতে পারেননি তারা।

ভারতীয় গণমাধ্যমে খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর২৪ পরগনা, দক্ষিণ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ছাড়াও বিভিন্ন অঞ্চলে পি কে হালদারসহ তার সহযোগীরা বেআইনি ব্যবসা চালু করেছেন।

(ঢাকাটাইমস/২৭মে/ইএস)