নাজমুন্নাহার শিউলি চাঁদপুরে জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২২, ২১:২০

‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এর জেলা পর্যায়ের নাজমুন্নাহার শিউলি চাঁদপুরে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন। তিনি চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুন্নাহার শিউলি। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (কারিগরি) নির্বাচিত করেছেন। তিনি প্রকৌশলী পিতা আব্দুর রশিদ ও মাতা সামছুন্নাহারের সুযোগ্য কনিষ্ঠ কন্যা। নাজমুন্নাহার শিউলি শিক্ষকতা পেশায় চাঁদপুর জেলাধীন মতলব (দক্ষিণ) উপজেলার মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ ২০১৪ সাল থেকে অদ্যাবধি নিয়োজিত আছেন। তিনি যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রায় দুই শতাধিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তিনি বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোলাবোরেশন প্রোগ্রামে যুক্ত থেকে নিজেকে সমৃদ্ধ করেছেন। তিনি ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মেম্বার। বর্তমানে তিনি চাঁদপুর জেলা অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে দুই সন্তানের জননী। ব্যক্তিগত জীবনে একজন সৎ, কর্মঠ, পরিশ্রমী ও বিনয়ী নাজমুন্নাহার শিউলি তার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে সর্বদা সচেতন ও দায়িত্ববান। এই কারণেই তিনি প্রতিষ্ঠানের একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন। তিনি বিশ্বের অন্যতম সর্ববৃহৎ শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল শিক্ষক বাতায়নে অক্লান্ত পরিশ্রম করে ১৬ আগষ্ট ২০২০ সালে দেশ সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা নির্বাচিত হন এবং এরই ধারাবাহিকতায় তিনি কোভিড-১৯ চলাকালে দেশব্যাপী অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনা করে ২ জুন ২০২১ তারিখে দেশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হন।

অনুভূতি জানতে চাইলে নাজমুন্নাহার শিউলি বলেন, এই অর্জন ও সম্মান আমার একার নয়, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী এবং এলাকাবাসীর। তার সাফল্যে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও অভিভাবকরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ অসংখ্য স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তিনি সকলের নিকট আশির্বাদ ও দোয়া প্রার্থী।

(ঢাকাটাইমস/২৭মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :