চাঁদপুরে ৪২শ বস্তা সিমেন্টসহ ট্রলারডুবি, ১৮ শ্রমিকের প্রাণে রক্ষা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০২২, ১৯:৩৮ | প্রকাশিত : ২৯ মে ২০২২, ১৯:৩৭

চাঁদপুর ডাকাতিয়া নদীতে শাহ সিমেন্টের ৪২ শ বস্তা সিমেন্ট নিয়ে রফিক-২ নামের একটি ট্রলারটি ডুবে গেছে। তবে ট্রলারটির সন্ধানে নদীতে কাজ করছে বিআইডব্লিউটিএ ডুবরি দল। ৪২শ বস্তা সিমেন্টসহ ট্রলারটি ডোবার পর এখন পর্যন্ত ট্রলার নদীতলদেশে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছে ১৮ ট্রলার শ্রমিক।

ঘটনাটি ঘটেছে, (২৯ মে) রবিবার দুপুর অনুমান ১২টায় ডাকাতীয়া নদীর নতুনবাজার লন্ডনঘাটস্থ এলাকায়। সিমেন্টগুলো ছিল শাহ সিমেন্টের ডিলার মের্সাস মৃধা ট্রেডার্সের।

ঘাট ম্যানেজার আবদুল্লাহ আল নোমান জানান, মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের ৪ হাজার ২০০ বস্তা সিমেন্ট নিয়ে সকালে ছেড়ে ট্রলার দুপুরে চাঁদপুর আসে। ট্রলার থেকে প্রায় ১৩০ বস্তা সিমেন্ট রক্ষা করতে পেরেছি। হঠাৎ বৃষ্টির ফলে সিমেন্ট ভিজে ট্রলারটি একদিকে কাথ হয়ে নদীতে ডুবে যায়। এসময় জাহাঙ্গীর ও আমির নামের দুই শ্রমিক আহত হয়েছেন। এছাড়া বাকি প্রায় ১৫ থেকে ১৮ জন শ্রমিক তাৎক্ষণিক বুঝতে পেরে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পায়। তবে তারা কমবেশ আহত হয়েছে। এদেও মধ্যে ২জন মারাত্মকভাবে আহত হওয়ায় তাদেরকে স্থানীয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি কওে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানান, সিমেন্টবোঝাই ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ট্রলারটির সন্ধানে আমাদের ডুবরি দল কাজ করছে। তবে এ ঘটনায় গুরতরভাবে কেহ আহত হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলারটির সন্ধানে নদীতে কাজ করে যাচ্ছে বিআইডব্লিউটিএ ডুবরি দল।

(ঢাকাটাইমস/২৯মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :