পান্থপথে বিএসইসি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ | ৩০ মে ২০২২, ১২:৩৫ | আপডেট: ৩০ মে ২০২২, ১২:৪৭

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস

রাজধানীর পান্থপথের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সহকারী পরিচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে মেহেদী হাসান নামের ওই কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া।

ওসি উৎপল বলেন, ‘রবিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলায়। পান্থপথের ওই ফ্ল্যাটের একটি কক্ষে তিনি ভাড়া থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন।’

ওসি জানান, ঘরে মেহেদীর বিছানায় একটি চিরকুটও পাওয়া গেছে। সেখানে লেখা ছিল- ‘নিদ্রাহীনতায় বাঁচতে পারলাম না’।

মেহেদী দরজা না খোলায় তার পাশের রুমের লোকজন পুলিশে খবর দেয়। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আমরা তাকে ভেতরে ঝুলন্ত অবস্থায় পাই।’

ময়নাতদন্তের জন্য মেহেদীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার ব্যাপারে আরও খোঁজখবর চলছে বলে জানান ওসি। তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ঢাকাটাইমস/৩০মে/এএইচ/এফএ