৭৯৫ জনবল নেবে শক্তি ফাউন্ডেশন

প্রকাশ | ৩০ মে ২০২২, ১৯:৫২

ঢাকাটাইমস ডেস্ক

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ক্ষুদ্রঋণ সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি ক্রেডিট অফিসার। প্রোগ্রাম: মাইক্রোফাইন্যান্স (এমএফপি)।

পদসংখ্যা: ৪০০।

যোগ্যতা: স্নাতক পাস।

পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট। প্রোগ্রাম: মাইক্রোফাইন্যান্স (এমএফপি)।

পদসংখ্যা: ১২০।

যোগ্যতা: স্নাতক-স্নাতকোত্তর পাস।

পদের নাম: শাখা ব্যবস্থাপক। প্রোগ্রাম: মাইক্রোফাইন্যান্স (এমএফপি)।

পদসংখ্যা: ৮০।

যোগ্যতা: স্নাতক-স্নাতকোত্তর পাস।

পদের নাম: এরিয়া সুপারভাইজার। প্রোগ্রাম: মাইক্রোফাইন্যান্স (এমএফপি)।

পদসংখ্যা: ৩০।

 যোগ্যতা: স্নাতক-স্নাতকোত্তর পাস।

পদের নাম: ফাইন্যান্স সুপারভাইজার। প্রোগ্রাম: মাইক্রোফাইন্যান্স (এমএফপি)।

পদসংখ্যা: ৮।

 যোগ্যতা: স্নাতক-স্নাতকোত্তর পাস।

পদের নাম: রিজিওন হেড।

 প্রোগ্রাম: মাইক্রোফাইন্যান্স (এমএফপি)।

পদসংখ্যা: ৮।

যোগ্যতা: স্নাতক-স্নাতকোত্তর পাস।

পদের নাম: সিনিয়র রিলেশনশিপ অফিসার।

প্রোগ্রাম: ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রাম (এসএমইপি)।

পদসংখ্যা: ৮০।

যোগ্যতা: স্নাতক-স্নাতকোত্তর পাস।

পদের নাম: রিলেশনশিপ অফিসার। প্রোগ্রাম: ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রাম (এসএমইপি)।

পদসংখ্যা: ১৫।

 যোগ্যতা: স্নাতক-স্নাতকোত্তর পাস।

পদের নাম: এরিয়া কো-অর্ডিনেটর। প্রোগ্রাম: ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রাম (এসএমইপি)।

পদসংখ্যা: ২০।

 যোগ্যতা: স্নাতক-স্নাতকোত্তর পাস।

পদের নাম: রিজিওনাল কো-অর্ডিনেটর। প্রোগ্রাম: ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রাম (এসএমইপি)।

পদসংখ্যা: ৪।

যোগ্যতা: স্নাতক-স্নাতকোত্তর পাস।

পদের নাম: মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। প্রোগ্রাম: হেলথ প্রোগ্রাম।

পদসংখ্যা: ৩০।

যোগ্যতা: মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের ম্যাটস (ডিপ্লোমা) কোর্সসম্পন্ন হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে, অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন, এমন দুজন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মুঠোফোন নম্বরসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখে পাঠাতে হবে সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর-৪, রোড নম্বর-১ (মেইন রোড), ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬- এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২২।

(ঢাকাটাইমস/৩০মে/আরএস)