শিক্ষামন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে মামলার তারিখ পেছাল

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২২, ২২:৪২

চাঁদপুরে হাইমচরে মেঘনার দুর্গম চরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বড় ভাইয়ের জমি ক্রয়ের দলিল বাতিলের দাবি নিয়ে জেলা প্রশাসকের দায়ের করা মামলার তারিখ পিছিয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদরের জ্যেষ্ঠ সহকারী জজ মোহাম্মদ মহিউদ্দিনের আদালতে এই মামলার প্রতিপক্ষ শিক্ষামন্ত্রীর বড় ভাই ডা. জাওয়াদুর রহিম টিপুসহ ২৫ জনের আইনজীবীরা জেলা প্রশাসকের অভিযোগের জবাব দেন। এ সময় আইনজীবীদের বক্তব্য শুনে বিচারক আগামী ১২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী তারিখের দিন ধার্য করেন।

এদিকে জেলা প্রশাসকের পক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, 'আশা করছি বিষয়টি আদালতের বিবেচনায় নেবেন।

অন্যদিকে বিবাদীপক্ষের আইনজীবী আজহারুল ইসলাম বলেন, ব্যক্তি আক্রোশ হয়ে এবং মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত এই মামলা। এ সময় মামলাটি নিয়ে তিনি আশাবাদী হলেও সরকারপক্ষ তাদের যুক্তিতর্ক তুলে ধরে।

গত ২৮ এপ্রিল হাইমচর উপজেলার মেঘনার পশ্চিমপাড়ে দুর্গম চরে সরকারি খাস দাবি করে ৪৮ একর জমির দলিল বাতিল চেয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট আদালতে একটি আবেদন করেন। জেলা প্রশাসকের অভিযোগ ছিল সোনাপুর-তাজপুর প্রকাশ্যে বাহেরচরে বিগত ১৯৫০ সালে মেঘনার বুকে চর জেগে ওঠে। যা পরে পয়স্তি জমি হিসেবে চিহ্নিত হয়। এমন পরিস্থিতিতে সরকারের খাসজমি হওয়ায় তা এ, বি ও সি ক্যাটাগরিতে নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে বন্দোবস্ত দেওয়া হয়। চরের এসব জমি কতিপয় ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন ডা. জাওয়াদুর রহিম টিপু। সুতরাং সরকারি জমি উদ্ধারে দলিল বাতিলের আবেদন জানিয়ে আদালতে এই মামলা করেন জেলা প্রশাসক। এতে শিক্ষামন্ত্রীর বড় ভাইসহ ২৫ জনকে প্রতিপক্ষ করা হয়।

(ঢাকাটাইমস/৩১মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :