সন্ধানীর কেন্দ্রীয় পরিষদ নির্বাচনে সভাপতি রাফায়েত ও সাধারণ সম্পাদক নিশিথ কুমার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জুন ২০২২, ২২:৫২ | প্রকাশিত : ০২ জুন ২০২২, ২১:৪৮

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি এবং সন্ধানীর অচলাবস্থা নিরসন কমিটির সভা ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সন্ধানী ভবনে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের নির্বাচন ও সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ও সন্ধানীর অচলাবস্থা নিরসন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী।

কমিটির নির্বাচন ও সভায় আরও উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সদস্য ও সন্ধানীর অচলাবস্থা নিরসন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মনিলাল আইচ মিন্টু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান খান, সন্ধানীর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোশারফ হোসেন মুক্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডা. সিদ্দিকী জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল খায়ের মো. সালেক, অধ্যাপক মনসুর আহম্মদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক নীহার রঞ্জন রায়, বিএমআরসির পরিচালক মাহমুদুজ্জামান রিপন প্রমূখ।

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি হয়েছেন রাফায়েত হোসেন সৌরভ। সহ-সভাপতি হয়েছেন হাসিবুল হক হাসিব, এসএম মইনুল কবির ও বাদশাহ আলম। সাধারণ সম্পাদক হয়েছেন নিশিথ কুমার মন্ডল। সহ-সাধারণ সম্পাদক সিয়াম সামস, গৌরব বিশ্বাস। অর্থ সম্পাদক শহীদুল ইসলাম।

সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় যেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে-

সন্ধানীর যেসব কর্মীরা অসদ আচরণ করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া। এক মাসের মধ্যে চুড়ান্ত সভার আয়োজন করা।

সন্ধানীর বৈধ ইউনিটগুলোর বৈধ প্রতিনিধির উপস্থিতিতে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা। কমিটির মেয়াদ থাকবে তিন মাস। পরবর্তীতে বর্তমান নির্বাচন কমিশন ও উপদেষ্টা কমিটির অধীনে এই কমিটি শুধুমাত্র জরুরি কার্যক্রম পরিকল্পনা করবেন।

পরবর্তী তিনটি নির্বাচন/ কমিটি উপদেষ্টার তত্বাবধানে হবে। আগামী তিনটি সম্মেলন ঢাকার সন্ধানী ভবনে অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২জুন/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :