শ্রীলঙ্কায় রান্নার গ্যাসের জন্য সড়ক অবরোধ

প্রকাশ | ০৩ জুন ২০২২, ১৫:৫২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

শ্রীলঙ্কায় রান্নার গ্যাসের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন করছে দেশটির জনগণ।

দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির লিটরো গ্যাস লঙ্কা লিমিটেড কোম্পানি জানায়, শুক্রবারে ১৬ হাজার গ্যাস সিলিন্ডার তারা বাজারে ছেড়েছে। গ্যাস সংকটের কারণে সাময়িকভাবে তারা আর গ্যাস সরবরাহ করতে পারছে না।

গ্যাসের জন্য লাইনে না দাঁড়াতে স্থানীয় জনগণকে আহ্বান জানান কোম্পানির এক কর্মকর্তা। আগামী মঙ্গলবার থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/০৩জুন/আরআর)