অগ্নিকুণ্ড

নয়ন ওঝা
 | প্রকাশিত : ০৬ জুন ২০২২, ১৫:২৮

অগ্নিকুণ্ড সীতাকুণ্ড দগ্ধ দেহখানা,

একি কেয়ামতের আলামত, ইশারা

নাকি অমানুষের সৃষ্ট নিকৃষ্ট বাহানা।

দাউ দাউ করে জ্বলছে হুতাশন

উড়ছে লেলিহান জগন্নু

একি কৃশানু নাকি অত্যাচারিত মানুষের

ক্ষুব্ধ বাষ্পিভূত দীর্ঘশ্বাসের সপ্তাংশু।

একি মৃত্যুর পূর্বক্ষণে সন্তানের আর্তনাদ

বৃদ্ধ পিতার দ্বারে,

শুনান পিতা কলেমা পাঠ করে

জীবন আমার সন্ধিক্ষণে।

একি গর্ভজাত সন্তানকে দর্শনের আকুতি

হতোভাগা এক দ্বায়িত্বরত পিতা,

একি অগ্নিস্নানে রক্তিমসূর্য অস্ত যাওয়ার

বীরত্ব সৃষ্টির এক ফায়ার ফাইটারের সাহসিকতা।

একি সমাজ সংস্কৃতি ধংসের বিন্দুমাত্র উপলব্ধি

নাকি শ্রমিক দিনমজুরের ন্যায্য পাওনা

না পাওয়ার ছোট্ট মনের অসংগতি।

একি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে

বিক্ষোভ মানববন্ধন,

নাকি গর্ভবতী বিধবার স্বামী হারানোর

তিক্ত বিলাপের মন্থন।।

(ঢাকাটাইমস/০৬ জুন/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :