৯৯৯ নম্বরে কল, মহাসড়ক থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশ | ০৭ জুন ২০২২, ১৭:৫৭ | আপডেট: ০৭ জুন ২০২২, ১৭:৫৮

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় রক্তান্ত অবস্থায় ভানু (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী এলাকার মমতাজ ফিলিংস স্টেশনের পূর্বপাশ থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ভানু উপজেলার বড় গোপালপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। 

থানন পুলিশসূত্রে জানা যায়, অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় এক নারী রাস্তায় পড়ে আছেন- জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে এমন সংবাদ পেয়ে বিরামপুর থানার রাত্রীকালীন হাইওয়ে টহল পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ট্রাক ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লাশের সুরতহাল রিপোট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

(ঢাকাটাইমস/৭জুন/এআর)