১২ লাখ টন গম রপ্তানির অনুমোদন দিতে পারে ভারত সরকার

প্রকাশ | ০৯ জুন ২০২২, ১১:০৮ | আপডেট: ০৯ জুন ২০২২, ১১:৪৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের কেন্দ্রীয় সরকার শিগগিরই দেশটির ব্যবসায়ীদের প্রায় ১ দশমিক ২ মিলিয়ন (১২ লাখ)  টন গম রপ্তানির অনুমোদন দিতে পারে বলে এক সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এসব গমের বেশিরভাগ বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং শ্রীলঙ্কাতে রপ্তানি করা হবে। 

বুধবার দেশটির সরকার এবং ব্যবসায়ীরা রয়টার্সকে জানায়, গত মাসে আকস্মিকভাবে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় সরকার। এ কারণে বন্দরগুলোতে গম বোঝাই বহু কার্গো আটকা পড়ে আছে। মূলত বন্দরগুলো থেকে কার্গোগুলোকে খালি করতে কেন্দ্রীয় সরকার গম রপ্তানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

তবে ১ দশমিক ২ মিলিয়ন টন গম রপ্তানি হলেও আরও ৫ লাখ টন গম বন্দরগুলোতে আটকে থাকবে। কারণ কিছু ব্যবসায়ী গম রপ্তানির বৈধ অনুমতি পেতে ব্যর্থ হয়েছেন।

গত ১৪ মে আকস্মিকভাবে ভারত গম রপ্তানি স্থগিত করে। তখন সরকার জানিয়েছিল, যেসব দেশের সঙ্গে এলসি করা হয়েছিল, সেসব দেশে গম রপ্তানি করা হবে। এ ছাড়া, কোনো দেশ খাদ্য সংকটে পড়লে সে দেশেও গম সরবরাহ করা হবে।

কেন্দ্রীয় সরকারের সাড়ে চার লাখ টন গম রপ্তানির অনুমতির পরেও অন্তত ১ দশমিক ৭ মিলিয়ন টন গম বন্দরগুলোতে পড়ে আছে।

সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে জানান, যেসব ব্যবসায়ীর বৈধ এলসি কাগজপত্র রয়েছে, তাদেরকে রপ্তানির অনুমোদন দেওয়া হবে। কিন্তু যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরকে রপ্তানির অনুমোদন দেওয়া হবে না।

বন্দরগুলো খালির উদ্দেশ্য গম রপ্তানির সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালসহ যেসব দেশ ভারতের ওপর নির্ভরশীল, সেসব দেশে গম সংকট কিছুটা লাঘব হবে।

এর আগে গত মাসে দেশটির সরকার জানিয়েছিল, বন্দরগুলো থেকে গম রপ্তানির জন্য ব্যবসায়ীদের অনুমোদনের বিষয়টি সরকার বিবেচনা করছে।

 (ঢাকাটাইমস/০৯জুন/আরআর)