ফ্যাটযুক্ত খাবারের ফলে ৫ শতাংশের লিভার সিরোসিস হয়: ডা. শারফুদ্দিন

প্রকাশ | ০৯ জুন ২০২২, ১১:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘লিভারের বিভিন্ন রোগসহ লিভার ক্যান্সার প্রতিরোধে পরীক্ষা নিরীক্ষা করা অত্যন্ত জরুরি। ফ্যাটযুক্ত খাবার অবশ্যই কম খেতে হবে। অ্যালকোহল পান করা ছাড়াও অতিরিক্ত চর্বিযুক্ত খাবারের ফলে লিভারে ক্যান্সার হতে পারে। দেখা গেছে, যারা অ্যালকোহল পান করেন না কিন্তু অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার খাওয়াসহ জীবনযাত্রায় মাত্রাতিরিক্ত অনিয়ম করেন তাদের মধ্যে ৫ শতাংশের লিভার সিরোসিস হয়।’

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমএমইউ) গ্যাস্ট্রোএন্টারলোজি বিভাগ ও হেপাটোলজি বিভাগের আয়োজনে ৫ম আন্তর্জাতিক নন-অ্যালকোহলিক স্টেয়েটোহেপাটাইটিস (ন্যাশ) দিবস-২০২২ উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন। 

এদিন সকালে ৮টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে ও ৯টায় ডি-ব্লকের সামনে বাউল শিল্পীদের সঙ্গীত পরিবেশ, বেলুন উড়ানো ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ডা. মো.  শারফুদ্দিন আহমেদ দিবসটির উদ্বোধন করেন।

ডা. মো.  শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার রোগের উন্নত চিকিৎসা রয়েছে। সম্প্রতি  লিভার রোগের চিকিৎসায় ন্যাসভ্যাকের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। আশা করি এ ট্রায়ালে ইতিবাচক ফল আসবে, যা লিভার রোগীদের চিকিৎসায় নতুন আশার আলো সৃষ্টি করবে।’

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন,  নার্সিং ও  টেকনোলিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আইয়ুব  আল মামুন,  ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনওয়ারুল কবীর, অধ্যাপক  ডা. চঞ্চল কুমার ঘোষ, অধ্যাপক ডা. এসএম ইসহাক, অধ্যাপক ডা. রাজিবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।

(ঢাকাটাইমস/৯জুন/এফএ)