রীতিনীতি মেনে নিজেকে নিজে বিয়ে করলেন ক্ষমা বিন্দু

প্রকাশ | ০৯ জুন ২০২২, ১৪:২৬ | আপডেট: ০৯ জুন ২০২২, ১৪:৪৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের গুজরাটের ক্ষমা বিন্দু অবশেষে হিন্দু ধর্মের বিয়ের রীতিনীতি মেনে নিজেকে নিজেই বিয়ে করেছেন। সম্ভবত ভারতে এটিই প্রথম নিজেকে নিজে বিয়ে করার ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গতকাল বুধবার ২৪ বছর বয়সী ক্ষমা বিন্দু নিজেকে নিজেই বিয়ে করেছেন।

বিয়ের পরে ক্ষমা বিন্দু নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘অবশেষে বিবাহিত নারী হতে পেরে খুবই খুশি হয়েছি। এ ছাড়া অন্য মেয়েদের মত আমাকে নিজের বাড়ি ত্যাগ করতে হবে না।’

আগামী ১১ জুন তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু নিজেকে নিজে বিয়ের ইস্যুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতকাল বুধবার (৮ জুন) নিজ বাড়িতেই ছোট পরিসরে বিয়ে করেন। এ সময় তার মাত্র ১০ জন বন্ধু ও সহকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ক্ষমা বলেন, ‘‘আমি একটি মন্দিরে বিয়ে করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিয়ের স্থান পরিবর্তন করতে হয়েছে।’’  

বিয়েতে উপস্থিত ছিলেন ক্ষমার এক বন্ধু টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমি তার সাহসী এবং মৌলিক পদক্ষেপের প্রশংসা করি। অনেক মানসিক চাপ স্বত্ত্বেও সে তার সিদ্ধান্তে অটল ছিল। যে বা যারা অন্যকে বিয়ে করতে চায় না, তাদেরকে ক্ষমার সিদ্ধান্ত অনুপ্রাণিত করবে।

এর আগে বিবিসিকে বিন্দু বলেছেন, বিয়ের মাধ্যমে তিনি ‘আত্মপ্রেমে’ জীবন উৎসর্গ করতে চান।

‘‘নিজেকে বিয়ে করা মানে হলো নিজেকে নিয়ে থাকার জন্য জীবন ধারণ ও লাইফস্টাইল বেছে নেওয়ার প্রতিশ্রুতি; যা আপনাকে আরও প্রাণবন্ত, সুন্দর ও অন্যকে সুখী মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।’’

(ঢাকাটাইমস/০৯জুন/আরআর)