পার্লামেন্ট থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাইয়ের পদত্যাগ

প্রকাশ | ০৯ জুন ২০২২, ১৪:৪৪ | আপডেট: ০৯ জুন ২০২২, ১৪:৪৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই এবং দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানান, বৃহস্পতিবার সকালে বাসিল রাজাপাকসে পার্লামেন্ট সেক্রেটারির সঙ্গে দেখা করেন। পরে তিনি সেক্রেটারির কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেন ।

পদত্যাগের ঘোষণা দিয়ে বাসিল রাজপাকসে সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে আমি আর কোনো সরকারি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকব না। তবে আমি রাজনীতি থেকে সরে যেতে পারব না এবং যাবও না।

এ দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে সৃষ্ট গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসে। অবশ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও মাহিন্দা এখনও সংসদ সদস্য আছেন।

(ঢাকাটাইমস/০৯জুন/আরআর)