রুশ হামলায় প্রতিদিন ১০০ থেকে ২০০ সেনা হারানোর দাবি ইউক্রেনের

প্রকাশ | ১০ জুন ২০২২, ১০:৪৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রাশিয়ার হামলায় প্রতিদিন ১০০ জন সেনাসদস্য প্রাণ হারাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। এ ছাড়া, আহত হচ্ছেন প্রায় ৫০০ জন সেনা। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াকের মতে, প্রতিদিন ১০০ থেকে ২০০ জন ইউক্রেনীয় সেনার প্রাণহানি ঘটছে।

আলজাজিরা জানায়, গতকাল বৃহস্পতিবার চলমান যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের হতাহতের খবর প্রকাশ করা হয়।

বর্তমানে ইউক্রেনের ১৫০ থেকে ৩০০টি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা প্রয়োজন বলে জানান মিখাইলো পোদোলিয়াক।

তিনি বলেন, ‘কামান পেতে আমরা যে দাবি করেছি, তা খামখেয়ালি কোনো বিষয় না, বরং যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সামলাতে এর প্রয়োজন রয়েছে।’

গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধে উভয় পক্ষের হাজারো সেনা হতাহত হলেও কোনো পক্ষই সঠিক তথ্য প্রকাশ করছে না।

(ঢাকাটাইমস/১০জুন/আরআর)