ইরানের পাল্টা পদক্ষেপে আটক তেলবাহী জাহাজ ছেড়ে দিচ্ছে গ্রিস

প্রকাশ | ১০ জুন ২০২২, ১৫:৪৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্রের চাপের মুখে আটক ইরানের তেলবাহী ট্যাংকার ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছে গ্রিসের একটি উচ্চতর আদালত।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর আগে ইরানের জাহাজটি আটক এবং জাহাজের তেল আমেরিকার কাছে হস্তান্তরের আদেশ দেয় গ্রিসের একটি আদালত।

পরে ওই আদেশ বাতিল করে ইরানের কাছে জাহাজ এবং সমস্ত তেল ফেরত দেওয়ার নতুন আদেশ দিয়েছে দেশটির আপিল বিভাগ।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইরানি জাহাজ আটকের ঘটনার সঙ্গে গ্রিসের সরকার জড়িত নয়। আদালত এখন জাহাজটি ছেড়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছে।

এথেন্সে ইরানের দূতাবাস নিশ্চিত করেছে যে, ‘‘ঘটনার বিস্তারিত তদন্ত শেষে ইরানের জাহাজটি ছেড়ে দেয়ার জন্য গ্রিসের আপিল আদালত আদেশ দিয়েছে। এখন আল্লাহর রহমতে তেলের পুরো চালান ইরানের কাছে ফেরত দেয়া হবে।’’

ইরানের দূতাবাস জোর দিয়ে বলেছে, জনগণের অধিকার হচ্ছে ইরানের সরকারের কাছে ‘রেড লাইন’।

গত মাসে গ্রিসের পানিসীমা থেকে ইরানের তেলবাহী জাহাজটি আটক করা হয়। জাহাজে এক লাখ টন তেল ছিল। পরে যুক্তরাষ্ট্রের নির্দেশে ইরানের জাহাজ থেকে তেল খালাস করে অন্য একটি জাহাজে স্থানান্তর করা হয়। এর কয়েকদিন পরেই পারস্য উপসাগরের পানিসীমা থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরান।

এরপরই গ্রিসের পক্ষ থেকে ইরানের তেলবাহী ট্যাংকার ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১০জুন/আরআর)