বড় ধরনের কলেরা প্রাদুর্ভাবের ঝুঁকিতে রয়েছে মারিওপোল: যুক্তরাজ্য

প্রকাশ | ১০ জুন ২০২২, ১৮:০৬ | আপডেট: ১০ জুন ২০২২, ১৮:২২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিওপোল বড় ধরণের কলেরা প্রাদুর্ভাবের ঝুঁকিতে রয়েছে। কারণ সেখানকার চিকিৎসা পরিষেবা প্রায় ধ্বংসের কাছাকাছি। সম্প্রতি এমনটাই দাবি করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটারে বলা হয়, মারিওপোলের পাশাপাশি খেরসনেও ওষুধের তীব্র ঘাটতি রয়েছে।

টুইটে আরো বলা হয়, অধিকৃত অঞ্চলগুলোর বাসিন্দাদের মৌলিক জনসেবা প্রদানের জন্য সংগ্রাম করছে রাশিয়া।

গত মাসে ডব্লিউএইচওর ইউক্রেন ইনসিডেন্ট ম্যানেজার ডরিট নিতজান বলেছেন, কয়েক সপ্তাহ অবরোধ এবং ভারী বোমাবর্ষণের পরে রুশ বাহিনীর দখলে যাওয়া মারিওপোলে কলেরা প্রাদুর্ভাবের প্রকট ঝুঁকি রয়েছে।

(ঢাকাটাইমস/১০জুন/এসএটি)