মহানবীকে নিয়ে কটূক্তি: ভারতের রাঁচিতে সহিংসতায় নিহত ২

প্রকাশ | ১১ জুন ২০২২, ১৩:০২ | আপডেট: ১১ জুন ২০২২, ১৪:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের ঝাড়খণ্ড প্রদেশের রাঁচিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির নেতা-নেত্রীদের কটূক্তির প্রতিবাদে চলা এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সহিংসতায় দুই জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স দুই জন নিহতের সত্যতা নিশ্চিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর আহত ১০ জনকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাজধানী রাঁচির কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে।  

গতকাল শুক্রবার জুমার নামাজের পরে রাঁচির প্রধান সড়কে বিক্ষোভকারীরা জড়ো হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে আটকের দাবি জানান। সম্প্রতি এক টক শোতে নবীজীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। শুরুতে এ বিষয়ে নিশ্চুপ থাকলেও মধ্যপ্রাচ্যের বহু দেশের কূটনৈতিক চাপে নুপূর শর্মাকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি ধর্মীয় সংঘাত সৃষ্টির অভিযোগে নুপূর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

বিক্ষোভকারীরা বিজেপির দিল্লি শাখার সাবেক মিডিয়া প্রধান নভিন জিন্দালের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। নবীকে নিয়ে মন্তব্যের জেরে নূপুর শর্মার মতো জিন্দালও দল থেকে বহিষ্কৃত হয়েছেন।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন শহরের পুলিশ প্রধান আংশুমান কুমার।

এ ছাড়া আগামীকাল রবিবার পর্যন্ত ওই এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে রাঁচির জেলা প্রশাসন।

শুক্রবার ভারতের অন্তত নয়টি রাজ্যের বেশ কয়েকটি শহরের বিজেপি নেতাদের মন্তব্যের প্রতিবাদে বিশাল বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/আরআর)