চুয়াডাঙ্গায় জনশুমারি প্রশিক্ষণে খাবার সরবরাহে অনিয়ম

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০২২, ১৫:০২

চুয়াডাঙ্গায় জনশুমারি ও গৃহগণনা ২০২২’র প্রশিক্ষণে খাবার প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌর এলাকার এক নম্বর জোনের জোনাল অফিসার আরিফুজ্জামানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। প্রতিদিন জনপ্রতি ৩০০ টাকা হারে খাবার বরাদ্দ থাকলেও সর্বোচ্চ দেড়শো টাকার খাবার প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণে অংশ নেয়া সুপারভাইজার ও গণনাকারীরা এ অভিযোগ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা ও উপজেলা শুমারি সমন্বয়কারী।

অভিযোগ সূত্রে জানা যায়, জোনাল অফিসার আরিফুজ্জামানের অধীনে ১৮ জন সুপারভাইজার ও ১১২ জন গণনাকারী প্রশিক্ষণ নিচ্ছেন। গত ৪ থেকে ৭ জুন প্রথম ব্যাচ এবং ৯ থেকে ১২ জুন দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চারদিনের এ প্রশিক্ষণের জন্য প্রতিদিন জনপ্রতি ৩০০ টাকা হারে খাবার বরাদ্দ থাকলেও সকালে দেয়া হয়েছে ১০ থেকে ১৫ টাকার নাস্তা এবং দুপুরে সর্বোচ্চ দেড়শো টাকা খাবার। এছাড়া প্রতিদিন বিকালে নাস্তা দেয়ার নির্দেশনা থাকলেও জোনাল অফিসার আরিফুজ্জামান সে নির্দেশনা মানেননি। এর ফলে সরকারি ভ্যাট-ট্যাক্স বাদে চারদিনব্যাপী এ প্রশিক্ষণে ১৩০ জনের হিসাবে অন্তত ৫০ হাজার টাকা উদ্বৃত্ত হওয়ার কথা। একই অভিযোগ পৌর এলাকার ৬-৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত জোনেও। সেখানেও সুপারভাইজার ও গণনাকারীদের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়।

এ বিষয়ে জোনাল অফিসার আরিফুজ্জামান বলেন, ‘কম মূল্যের খাবার দেয়ার অভিযোগ পুরোপুরি সঠিক নয় তবে আমাকে সব দিক ম্যানেজ করেই এসব করতে হচ্ছে। এতে কিছুটা এদিক ওদিক হতে পারে।’

এ বিষয়ে উপজেলা শুমারি সমন্বয়কারী পুলক কুমার দত্ত বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। এখন জানার পর আমি বিষয়টি খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

এ বিষয়ে জেলা শুমারি সমন্বয়কারী ও জেলা পরিসংখ্যানের উপ-পরিচালক মো. রাশিউল ইসলাম বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত কর্মকর্তাকে শোকজসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১৩মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :